বৃষ্টি যেন প্রকৃতির এক মনোমুগ্ধকর কাব্য।
বৃষ্টি   বৃষ্টি যেন প্রকৃতির এক মনোমুগ্ধকর কাব্য। আকাশের মেঘেদের কান্না যখন ধীরে ধীরে ঝরে পড়ে। তখন পৃথিবী সজীব হয়ে ওঠে। বৃষ্টির ফোঁটায় ভিজে যায় চারদিক! মাটি যেন প্রাণ ফিরে পায়। পাতার উপরে টুপটাপ শব্দের সুরে মেতে ওঠে প্রকৃতি! বাতাসে মিশে যায় এক অন্যরকম শান্তির সুর।  ধূলোমাখা পথেরা ধুয়ে গিয়ে নতুন রূপে সেজে ওঠে। দূরে কোথাও চাষির চোখে ভেসে ওঠে ফসলের স্বপ্ন, বৃষ্টি যেন তার আশার আলোর...
Love
Like
7
4 Commenti 1 condivisioni 887 Views 1 Anteprima
Sponsorizzato