নদীর ধারে বটের ছায়া,
তৃষ্ণার্ত মন খুঁজে আশ্রয় পাইয়া।
কাক ডাকে সেই প্রভাতে,
রোদ মেখে যায় পথের সাথে।
ধানের খেতে ঝুমুর ঝুমুর,
হাওয়ার তালে বয় সুর।
পল্লীর মেঠো পথে পায়ের ধ্বনি,
গরুর গাড়ির চাকা ঘুরে গড়ায় ধূনি।
পলাশ ফুলে রাঙা পথ,
শিশিরে সিক্ত ঘাসের গন্ধ।
সন্ধ্যার পাখির ডানায় ভর,
ফিরে আসে সবাই বাড়ি পেরিয়ে পর।
গ্রামের মেলা, হাটের ভিড়,
মাটির গন্ধে ভরে যায় নিঃশ্বাসের চির।
মেঠো পুতুল, বাঁশের বাঁশি,
গীতির সুরে মেতে ওঠে বাসী।
চলন বিলের জলে ভাসে,
কাঁচা সোনায় ধান হাসে।
গ্রামের মানুষ, সরল মন,
সুখে দুখে বাঁধা তাদের আপন।
আকাশ ভরা তারার আলো,
মাটির ঘরে খুঁজে পাওয়া ভালো।
মাটির দোয়েল, মাটির কাহিনী,
গ্রাম আমার শান্তি ও মধুর স্মৃতি।
এই বাংলার গ্রাম, প্রাণের ঠাঁই,
চিরতরে থাকে হৃদয়ে সদা পাই।
তৃষ্ণার্ত মন খুঁজে আশ্রয় পাইয়া।
কাক ডাকে সেই প্রভাতে,
রোদ মেখে যায় পথের সাথে।
ধানের খেতে ঝুমুর ঝুমুর,
হাওয়ার তালে বয় সুর।
পল্লীর মেঠো পথে পায়ের ধ্বনি,
গরুর গাড়ির চাকা ঘুরে গড়ায় ধূনি।
পলাশ ফুলে রাঙা পথ,
শিশিরে সিক্ত ঘাসের গন্ধ।
সন্ধ্যার পাখির ডানায় ভর,
ফিরে আসে সবাই বাড়ি পেরিয়ে পর।
গ্রামের মেলা, হাটের ভিড়,
মাটির গন্ধে ভরে যায় নিঃশ্বাসের চির।
মেঠো পুতুল, বাঁশের বাঁশি,
গীতির সুরে মেতে ওঠে বাসী।
চলন বিলের জলে ভাসে,
কাঁচা সোনায় ধান হাসে।
গ্রামের মানুষ, সরল মন,
সুখে দুখে বাঁধা তাদের আপন।
আকাশ ভরা তারার আলো,
মাটির ঘরে খুঁজে পাওয়া ভালো।
মাটির দোয়েল, মাটির কাহিনী,
গ্রাম আমার শান্তি ও মধুর স্মৃতি।
এই বাংলার গ্রাম, প্রাণের ঠাঁই,
চিরতরে থাকে হৃদয়ে সদা পাই।
নদীর ধারে বটের ছায়া,
তৃষ্ণার্ত মন খুঁজে আশ্রয় পাইয়া।
কাক ডাকে সেই প্রভাতে,
রোদ মেখে যায় পথের সাথে।
ধানের খেতে ঝুমুর ঝুমুর,
হাওয়ার তালে বয় সুর।
পল্লীর মেঠো পথে পায়ের ধ্বনি,
গরুর গাড়ির চাকা ঘুরে গড়ায় ধূনি।
পলাশ ফুলে রাঙা পথ,
শিশিরে সিক্ত ঘাসের গন্ধ।
সন্ধ্যার পাখির ডানায় ভর,
ফিরে আসে সবাই বাড়ি পেরিয়ে পর।
গ্রামের মেলা, হাটের ভিড়,
মাটির গন্ধে ভরে যায় নিঃশ্বাসের চির।
মেঠো পুতুল, বাঁশের বাঁশি,
গীতির সুরে মেতে ওঠে বাসী।
চলন বিলের জলে ভাসে,
কাঁচা সোনায় ধান হাসে।
গ্রামের মানুষ, সরল মন,
সুখে দুখে বাঁধা তাদের আপন।
আকাশ ভরা তারার আলো,
মাটির ঘরে খুঁজে পাওয়া ভালো।
মাটির দোয়েল, মাটির কাহিনী,
গ্রাম আমার শান্তি ও মধুর স্মৃতি।
এই বাংলার গ্রাম, প্রাণের ঠাঁই,
চিরতরে থাকে হৃদয়ে সদা পাই।